Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতা- রাহুলকে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


মধ্যপ্রদেশে জবলপুরের সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 

তিনি সভায় দাঁড়িয়ে বলেন,"নাগরিকত্ব আইনে এমন কোনও জায়গা দেখান যা থেকে মনে হয়ে এদেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। স্পষ্ট করে বলতে চাই এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সুযোগ নেই। নাগরিকত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতার আগে আমার সঙ্গে খোলাখুলি বিতর্কে বসুন রাহুল গান্ধী। বিরোধীদের অপপ্রচার খুব বেশিদিন চলবে না। বিজেপির কর্মীরা মানুষকে এই নিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝানোর কর্মসূচি শুরু করেছে।"

তিনি আরও বলেছেন,"রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল এবং ইমরান খান সকলে একই ভাষায় কেন কথা বলছেন"। এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদের তুলনা করেন অমিত শাহ। এছাড়াও জেএনইউ-র প্রতিবাদী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন তারা যে দেশবিরোধী স্লোগান দিচ্ছেন এর জন্য তাদের জেলে দেওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code