বিশ্বে খ্যাতি সম্পন্ন ওয়েব ব্রাউজার গুগল ক্রোমও এবার হ্যাকারদের মুখে পড়ে সমস্যার সম্মুখীন হতে পারে জানালো চিনার সাইবার নিরাপত্তা সংস্থা ‘টেনসেন্ট ব্লেড’ এর গবেষক দল। 

বিশেষজ্ঞ মহলে ‘ম্যাগেলন ২.০’ নামে পরিচিত ব্রাউজারে  পাঁচটি দুর্বলতা খুঁজে পান গবেষক দল। চিনা এই গবেষক দল ট্যুইট করেছে, “এসকিউ লাইট ও গুগল আমাদের খোঁজকে সত্যি প্রমানিত করেছে ও ত্রুটিগুলি সংশোধন করেছে। যদিও ম্যাগেলান ২.০ সংক্রান্ত কোনরূপ গণ্ডগোল এখোনো চোখে পড়ে নি। তাছাড়াও আমরা এর থেকে বেশি তথ্য জানাতে অপরাগ”। 

বৃহস্পতিবার জেডডিনেটের একটি রিপোর্ট থেকে জানা যায়, ম্যাগেলান ২.০ ছাড়াও গুগল ক্রোমের ‘ওয়েব এসকিউএল এপিআই’ ব্রাউজারটিও ব্যবহারকারীদের জন্য বিপদ ডেকে আনে। 

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ম্যাগেলান ২.০ এর বিপত্তি বোঝা যায়। গুগল ক্রোমের ৭৯.০.৩৯৪৫.৭৯ ভার্সনে যা সংশোধিত হয়েছে।  

গত সপ্তাহে টেক জায়ান্ট সংস্থা গুগল ভারত ব্যবহারকারীদের জন্য একটি পপ আপ মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদল করার জন্য বার্তা দেওয়া হয়। যদিও গুগল ৭৯ ভার্সনের সেই ত্রুটিগুলি গুগল দ্রুত সংশোধন করে দেয়। 

এ খবর ছড়তে না ছড়তেই নেট দুনিয়ার মানুষ বেশ চিন্তিত। নিরাপত্তা জনিত সমস্যায় ভুগছে মানুষ।