গত ১২ জানুয়ারি সরকারি সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ । রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে তিনি বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা ব্যানার্জির কোনও মুরোদ নেই।’’
এই "উস্কানিমূলক কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে" রাজ্য জুড়ে DYFI এর উদ্যোগে গতকাল থেকে থানায় থানায় FIR জমা করার কর্মসূচি চলছে। আজ দিনহাটা এবং সাহেবগঞ্জ থানাতেও FIR জমা করা হয়।
কমঃ শুভ্রালোক দাস জানান- " আমারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে,ভারতের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী দিলীপ ঘোষ ,পিতা-মৃত ভোলানাথ ঘোষ, গত ইংরেজী 12.1.2020 আনুমানিক সন্ধ্যা 6:00 টায় রানাঘাটের সভায় পশ্চিমবঙ্গের NRC ও CAA বিরোধীদের সরাসরি গুলি করে হত্যা করার জন্য নিধান দিয়েছেন ।যা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেয় এবং মানবজাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর । সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া একজন সাংসদ উপরিউক্ত মন্তব্যে সরাসরি গুন্ডামি,হিংসা, নিজের হাতে আইন তুলে নেওয়া,বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এবং বিভাজনের রাজনীতির উস্কানি নেওয়ার সামিল,উক্ত মন্তব্যের ফলে মনুষ্য সমূহে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।আইন শৃঙ্খলার অবনতি ও ব্যাপক ক্ষয় ক্ষতিকর সম্ভাবনা প্রবল । তাই দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধীর সমস্ত ধারায় এজাহার গ্রহণ করে আবেদন জানানো হয়।"
দিনহাটা থানা ও সাহেবগঞ্জ থানায় DYFI পক্ষ থেকে দিলীপ ঘোষের "উস্কানীমূলক ও করুচিপূর্ণ" মন্তব্যের বিরুদ্ধ FIR দায়ের করা হয়।
দিনহাটা থানায় FIR জমা দেওয়ার সময় উপস্থিত ছিলন DYFI নেতা অভিনব রায়, শুভ্রালোক দাস, উজ্জ্বল গুহ, মিলন শীল,অভিক সরকার, সোহম মুখার্জি প্রমুখ। সাহেবগঞ্জ থানায় উপস্থিত ছিলেন নাজিরহাট বড়শাকদল লোকাল কমিটির সম্পাদক মানস বর্মন, সভাপতি বিকাশ রায় প্রমূখ নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊