দিনহাটার বিজেপি শিক্ষক নেতার গাড়ির কাঁচ ভেঙ্গে দিলও তিনজন দুষ্কৃতি। ঘটনায় জানা যায় বর্ডিংপারা এলাকার বাসিন্দা শিক্ষক নেতা অমিত দাসের বাড়ির পাশে রাখা অল্টো গাড়ির কাঁচ ভেঙ্গে দেয় অজ্ঞাত পরিচয় তিন যুবক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

একদিকে একাধিক চুরির কিনারা করতে পারছেনা দিনহাটা থানার পুলিশ, তার উপর এমন ঘটনায় বিচলিত সাধারণ মানুষ। অমিত বাবু জানান সাধারণ মানুষের  নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ প্রশাসন।

রাতেই দিনহাটা থানায় অভিযোগ জানান তিনি। বিস্তারিত শুনুন ভিডিওতে।