Latest News

6/recent/ticker-posts

Ad Code

টলি পাড়ায় আবারও বসন্তের ছোঁয়া? এ বার বিয়ের পিঁড়িতে দেব!



জুন-সৃজিতের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বয়ং দেব! অন্তত দেবের ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট সে কথাই জানান দিচ্ছে। আর দেব নিজের মুখেও ‘স্বীকার’ করে নিয়েছেন খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি।


লাল রঙের বিয়ের কার্ড। উপরে হলুদ রঙে লেখা রয়েছে ‘শুভ বিবাহ’। লেখা রয়েছে ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নম’। সোশ্যাল অ্যাকাউন্টে সেই কার্ড শেয়ার করে দেব লিখেছেন, “কেউ ফাঁস করার আগে জানিয়ে রাখলাম। আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন”।


এরপরই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। পাত্রী কি তবে রুক্মিণী? এমনিতেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কয়েক বছর ধরেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। নিজেরা যদিও বারেবারেই ‘নিছক ভাল বন্ধু’ বলে ব্যাপারটা এড়িয়ে যান। তবে একসঙ্গে কেনিয়া ট্যুর থেকে একসঙ্গে রেস্তরাঁ যাওয়া...সবই চলতে থাকে পুরোদমে। তাই দেব ওই পোস্ট শেয়ার করতেই তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে শুভেচ্ছার ঢল নেমেছে। শুধু দেব নয়, ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণীকেও।



***সংবাদটি সংবাদ একলব্য সম্পাদন করেনি, সরাসরি নিউজ ডেস্ক থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code