ননসেন্সগুলো জানেই না, বললেন দিলীপ ঘোষ
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় প্রতিবাদ করেছে বাম মনোভাবাপন্ন বাংলার কয়েকজন শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিয়োয় তাঁরা বলেন,"আমরা কাগজ দেখাব না।" ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আজ সেই বাম মনোভাবাপন্ন শিল্পীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "বামপন্থীরাই প্রচার করছেন। অনেকের কাছে সত্যি সত্যিই কাগজ নেই। সোনা চুরি করে ধরা পড়েছেন, কাগজ দেখাতে পারেননি।"
'হম কাগজ নেহি দিখায়েঙ্গে'- কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছিলেন গীতিকার, কবি ও স্ট্যান্ড আপ কমেডিয়ান বরুণ গ্রোভার। ওই কবিতাটির বাংলা অনুবাদ গলা মিলিয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, ধৃতিমান চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা, তিলোত্তমা সেন ও রূপম ইসলামরা। ভিডিয়োটি টুইট করেন স্বরাজ ভারতের জাতীয় সভাপতি যোগেন্দ্র যাদব। এরপরই পাল্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছে বিজেপি। অভিনেত্রী স্বস্তিকাকে নিয়ে অশালীন মিম ছড়ানোর অভিযোগও উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
এদিন নাম না করে দিলীপ বলেন, "সোনা চুরি করে ধরা পড়েছেন, কাগজ দেখাতে পারেননি। বিদেশে গিয়ে নাক-কান কাটিয়ে দিয়েছেন। বিমানবন্দরে ঢুকলে বিনা টিকিটে ঢুকতে দেবে? বিনা টিকিটে ট্রেনে উঠতে দেবে? বিনা রেশন কার্ডে রেশন পাওয়া যায়? ননসেন্সগুলো জানেই না।" দিলীপ আরও বলেন,''নেমক হারাম। লোককে বোকা বানানো হচ্ছে। কাগজ অনেকের কাছে নেই। ধরা পড়বে। মিথ্যা প্রচারে মানুষকে বিভ্রান্ত করছে। পরের নির্বাচন লড়াইয়ের মতো ক্ষমতা থাকবে না।''
দিন কয়েক আগে ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেন যোগেন্দ্র যাদব। শুরুতেই অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বলছেন,''শাসক আসবে, শাসক যাবে কাগজ আমরা দেখাবো।'' এরপর স্বস্তিকা বলেন,'' ভালবাসা ও বিপ্লব বুকে ভয়েতে পিছু হটব না, কাগজ আমরা দেখাব না। '' Bengali actors speak in one voice:— Yogendra Yadav (@_YogendraYadav) January 13, 2020
kagoj ami dekhabo na
काग़ज़ नहीं दिखाएंगे#NoToCAA_NRC_NPR pic.twitter.com/d1voOYGC4l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊