অরুণাভ ভৌমিকের কবিতা
১। স্বতন্ত্রতা
কলম স্বভাবতই স্বতন্ত্রতা দাবি করে
উচ্চাশা দাবি করে গাছের বাকল
আমরা পাই দেহাতি পরিচারিকার
ভাত পুড়িয়ে ফেলার গন্ধ।
২। জ্যামিতি
কেউ কেউ ক্লাসে জ্যামিতি শেখে না
কিন্তু সারাক্ষণ কোণ আবিষ্কার করে
কেউ কেউ ক্লাসে জ্যামিতি শেখে না
তবু শূন্যে বৃত্তচাপ এঁকে দেয়
ওদের বারান্দা জুড়ে বক্ররেখার মত
সরলরেখা গড়িয়ে যায়
বর্ণ পরিচয়ে যাপন চিত্রে প্রথম আঙুলে!
৩। ল্যান্ডস্কেপ
রোদের বিনিময়ে পশ্চিমের বৃষ্টিতে সাদা ছবি
উদাসীন মানচিত্রে অবয়বহীন বায়োডাটা
গেরস্থালি ফিরে যাচ্ছে ল্যান্ডস্কেপ ছুঁয়ে!
৪। তুমি সিরিজ ২০
আমি তোমাকে আঁকতে গেলাম
কোথা থেকে চলে এল পুষ্করিনী
আমার তো খেলার সময় নেই
এলোমেলো ভাবে তবু ছড়িয়ে
যাই ক্যানভাসে তোমাকে খুঁজতে
তারপর রোদ্দুর উঠলে
গোলাপ নয়
স্বর্ণচাঁপা আঁকি
সে এক আশ্চর্য চলাচল
বাতাসের গোপনীয়তায়
ঘর সংসারে!
৫। ক্ষিধে সিরিজ ২৩
মানুষের গল্পে থাকে রাত্রি ও শিশির
মানুষের গল্পে থাকে সন্ধিপত্র ও নামফলক
মানুষের গল্পে থাকে কল্পিত জলের মাঠ
ক্ষিধে যখন হাত বাড়িয়ে খুঁজছে হৃদপিন্ড ফুসফুস
একটা পা তখন পা বাড়িয়ে খুঁজছে একটা পা!
১। স্বতন্ত্রতা
কলম স্বভাবতই স্বতন্ত্রতা দাবি করে
উচ্চাশা দাবি করে গাছের বাকল
আমরা পাই দেহাতি পরিচারিকার
ভাত পুড়িয়ে ফেলার গন্ধ।
২। জ্যামিতি
কেউ কেউ ক্লাসে জ্যামিতি শেখে না
কিন্তু সারাক্ষণ কোণ আবিষ্কার করে
কেউ কেউ ক্লাসে জ্যামিতি শেখে না
তবু শূন্যে বৃত্তচাপ এঁকে দেয়
ওদের বারান্দা জুড়ে বক্ররেখার মত
সরলরেখা গড়িয়ে যায়
বর্ণ পরিচয়ে যাপন চিত্রে প্রথম আঙুলে!
৩। ল্যান্ডস্কেপ
রোদের বিনিময়ে পশ্চিমের বৃষ্টিতে সাদা ছবি
উদাসীন মানচিত্রে অবয়বহীন বায়োডাটা
গেরস্থালি ফিরে যাচ্ছে ল্যান্ডস্কেপ ছুঁয়ে!
৪। তুমি সিরিজ ২০
আমি তোমাকে আঁকতে গেলাম
কোথা থেকে চলে এল পুষ্করিনী
আমার তো খেলার সময় নেই
এলোমেলো ভাবে তবু ছড়িয়ে
যাই ক্যানভাসে তোমাকে খুঁজতে
তারপর রোদ্দুর উঠলে
গোলাপ নয়
স্বর্ণচাঁপা আঁকি
সে এক আশ্চর্য চলাচল
বাতাসের গোপনীয়তায়
ঘর সংসারে!
৫। ক্ষিধে সিরিজ ২৩
মানুষের গল্পে থাকে রাত্রি ও শিশির
মানুষের গল্পে থাকে সন্ধিপত্র ও নামফলক
মানুষের গল্পে থাকে কল্পিত জলের মাঠ
ক্ষিধে যখন হাত বাড়িয়ে খুঁজছে হৃদপিন্ড ফুসফুস
একটা পা তখন পা বাড়িয়ে খুঁজছে একটা পা!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊