ভারতবর্ষের একাধিক জায়গায় প্রবল জলসংকট দেখা দিয়েছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে সকলকে প্রবল জলকষ্টের মুখে পড়তে হবে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে  পথে নামেন , শুধু পদযাত্রাই নয়, জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে নিজে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী
‘জল বাঁচাও, জলই জীবন’ এর পরেও ফের পানীয় জলের অপচয় লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার দুই নং ব্লকের টটপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের যশোডাঙ্গা ও পার্শবর্তী এলাকাগুলিতে। বহুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে রাস্তার পাশে থাকা টাইম কল গুলোতে ট্যাপ নেই এর ফলে রোজ অপচয় হচ্ছে পানীয় জলের। স্থানীয়রা বলেন স্থানীয় প্রধানকে বহুবার অভিযোগ জানানোর পরেও উনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং দ্রুত কলের মুখগুলি লাগিয়ে জলের অপচয় রোধ করার দাবিতে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। টটপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেওয়া যায়নি।