সংবাদ একলব্য, ১৩ই জানুয়ারী: CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE(YPTRC) 2020 সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো রবিবার। একটি প্রেস কন্ফারেন্সের মাধ্যমে সন্ধ্যা ৬টা নাগাদ ফলাফল প্রকাশের অনুষ্ঠান শুরু হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির এই মেধা পরীক্ষা দুটি স্তরে ভাগ করা হয়েছে। রবিবার মাধ্যমিক স্তর পর্যন্ত ফলাফল প্রকাশের পর ঘোষনা করা হয় আগামী ২২শে জানুয়ারী উচ্চ মাধ্যমিক স্তরের ফলাফল প্রকাশ করা হবে। প্রেস কন্ফারেন্সে উপস্থিত ছিলেন সার্কেলের মূখ্য কার্য নির্বাহী আধিকারিক আরিফ হোসেন মহাশয়, সভাপতি আব্দুল রফিক মহাশয় ও সদস্য দীপক বর্মনসহ আরো অনেকে। এদিনের প্রেস কন্ফারেন্সের পর সি ই ও আরিফ হোসেন মহাশয় জানান, আগামী মার্চ মাস থেকে ২০২১ সালের ফর্ম পূরণ শুরু হবে।
জানা গেছে, আগামী ২২ তারিখেই অনুষ্ঠান সম্পর্কে ঘোষনা করা হবে। প্রতিটি ক্লাসে প্রথম ৫টি র্যাঙ্কে থাকা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে ও ৬০ শতাংশের ওপর সকল পরীক্ষার্থীদের জন্য মেডেল দিয়ে সম্মাননা দেওয়া হবে।
ফলাফল দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊