রেহান আসিফ: গতকাল বেথুয়া তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল বেথুয়ার "স্ট্রীট রাইডার গ্রুপ" , প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠিত হলো বেথুয়ার পুরনো ট্যাক্সি স্ট্যান্ডে । স্ট্রীট রাইডারের অন্যতম সদস্য "রাজু কুন্ডু " বলেন সমস্ত রকমের সাহায্যের জন্য আমাদের এই গ্রুপ সব সময় সবার পাশে থাকে ।