মিজোরামের ৩০ হাজার রিয়াং শরনার্থী স্থায়ী ভাবে ত্রিপুরায় থাকবে। এনিয়ে গতকাল দিল্লীতে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে আজ দিল্লিতে স্বাক্ষরিত হল ব্রু শরণার্থী চুক্তি। যার ফলে এবার এই শরণার্থীদের ঘিরে গত ২৫ বছরের যে জটিলতা ছিল , তা সমাধান হল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। হাজির ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা।
১) ত্রিপুরায় বসবাস করবেন ব্রু শরণার্থীরা- এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন , আগামী দিনে ব্রু শরণার্থীরা বসবাস করবেন ত্রিপুরাতে। প্রায় ৩০ হাজার এমন শরণার্থীকে জায়গা দেবে ত্রিপুরা। এরজন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে।
২) মিজোরাম থেকে ত্রিপুরায় স্থানান্তরিত হবেন শরণার্থীরা-- দীর্ঘ ২৫ বছর ধরে ব্রু শরণার্থীদের বসবাসের স্থান নিয়ে উত্তরপূর্বের রাজ্যগুলিতে বিতর্ক ছিল। এদিন এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সরকার জানিয়ে দেয় যে এবার থেকে মিজোরাম নয় ত্রিপুরাতে থাকবেন এই শরণার্থীরা। ফলে ব্রু উপজাতির মানুষ এবার থেকে ত্রিপুরার ভোটার লিস্টে জায়গা পাবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টায় দীর্ঘ ২৩ বছর ধরে চলা রিয়াং শরনার্থীদের স্থায়ী, ঐতিহাসিক সমাধান হল আজ। ৩০ হাজারেরও বেশী শরনার্থীদের জন্য ৬০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাদের ত্রিপুরাতে স্থায়ীভাবে পুনর্বাসন দিতে এই ঘোষণা। pic.twitter.com/80zRHjn621— Biplab Kumar Deb (@BjpBiplab) January 16, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊