ধেয়ে আসছে অতি শক্তিশালী ঝঞ্ঝা যার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ ডিসেম্বর-১৭ ডিসেম্বর তারিখের মধ্যে পর্যায়ক্রমে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ওই সময় আরো বাড়তে পারে। সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকে আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে বা ঘন কুয়াশার ঘেরাটোপে ঢেকে যেতে পারে। 

কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ১৫-১৭ তারিখের মধ্যে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, জলপাইগুুড়ি প্রভৃতি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরবসাগরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ যা ১২-২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ১০-১৪ তারিখের মধ্যে আবার নিম্নচাপ সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে বা নিরক্ষীয় ভারত মহাসাগরে ১২-১৭ তারিখের মধ্যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ আংশিক মেঘলা থাকবে। উষ্ণতা বৃদ্ধি পেতে পারে।

source: westbengal weather