মোবাইল ফোন কেনায় জালিয়াতির স্বীকার, খোয়া গেল ৪৯৯৯ টাকা 



আরিফ হোসেন, ওকড়াবাড়ী:  একের পর এক অনলাইনের গ্রাহক বারে বারে শিকার হচ্ছে প্রতারনার। এরকমই প্রতারণার শিকার হলেন কোচবিহার জেলার সীমান্তবর্তী ওকড়াবাড়ি এলাকার এক গ্রাহক। 
ঘটনায় প্রকাশ ওকড়াবাড়ী এলাকার লুৎফর পাটয়ারী নামের এক যুবক কর্মসূত্রে বছর দুয়েক বেঙ্গালুরুতে ছিলেন। এরপর বাড়ি ফিরে আসেন। গত দুই সপ্তাহ আগে তার কাছে একটা ফোন আসে, তাকে জানানো হয় তার একটা বিশেষ অফার রয়েছে। ১৫০০০ টাকার ফোন পাবে ৪৯৯৯ টাকায়। সে রীতিমতো সব ভেরিফিকেশন করে মোবাইল ফোনটি অর্ডার করে। এক সপ্তাহের মধ‍্যেই ডাক মারফত স্পিডপোস্টে এসে পৌঁছায় তার সামগ্রী। যা ৪৯৯৯ টাকা ক‍্যাশ অন ডেলিভারী করে সংগ্রহ করে। 

প‍্যাকেট খুলতেই মোবাইলের পরিবর্তে বেরিয়ে আসে একটা গামছা ও একটা লক্ষ্মী মূর্তি। এরকম পরিস্থিতির জেরে ভেঙে পড়ে সে।