দেশে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আম জনতার। যদিও এই দাম বৃদ্ধিকেই কাজে লাগিয়ে অভিনব বিপণন কৌশল  নিয়ে হাজির তামিলনাড়ুর  এক মোবাইল বিক্রেতা। পট্টুকোট্টায়ের  থালায়ারি স্ট্রিটে এসটিআর মোবাইলস  নামের ওই দোকানের মালিক নতুন অফার দিয়েছেন। তাঁর দোকান থেকে স্মার্টফোন কিনলেই এক কেজি পেঁয়াজ পাওয়া যাবে বিনামূল্যে। দোকানে ঢোকার মুখে তিনি একটি পোস্টারও লাগিয়েছেন। তাতে এই অফারের সম্পর্কে লেখা আছে।



দোকানের মালিক বছর পয়ত্রিশের সারাভানা কুমার  ৮ বছর হল দোকান করেছেন। প্রতিদিন সর্বোচ্চ ২টি মোবাইল ফোন বিক্রি করতেন তিনি। তবে নতুন অফারটি চালু করার পর প্রতিদিন ৮টি মোবাইল ফোন বিক্রি করছেন। বলেন, "এই এলাকায় কেউ আগে এই ধরনের অফারের কথা শোনেনি। তাই মানুষ কৌতূহলী। বিজ্ঞাপন লাগানোর পর থেকেই আমি দোকানে আরও বেশি ক্রেতা আসতে দেখছি।"