গতকাল মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশনে(memo no: D.S.(Aca)/844/A/25/3) একাডেমিক ক্যালেন্ডার, রুটিন, ছুটির লিস্ট, টিচার্স ডায়রি সহ একাধিক নির্দেশিকা দেওয়া হয়। অনেকে মনে করছেন একাধিক শিক্ষক আন্দোলনে জেরবার সরকার শিক্ষকদের উপর এবার বেশী সক্রিয়তা দেখানোর চেষ্টা করছে।
এইদিনের নির্দেশিকায় যেসকল বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে-
এক) সকল শিক্ষক ও শিক্ষাকর্মীর বিদ্যালয়ে সঠিক সময়ে আসা ও বিদ্যালয় শেষ হওয়ার পরেই কেবল বিদ্যালয় ত্যাগ করা । প্রার্থনার সময় (সকাল ১০টা ৪০মি-৫০ মিনিটের মধ্যে) বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষাকর্মিকে উপস্থিত থাকত হবে। ১০.৫০ মিনিটের পরে আসলেই মার্ক করতে হবে। কলকাতা গেজেটের নোটিফিকেশন 214/SE অনুসারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীর বিদ্যালয়ের প্রাত্যহিক দায়িত্ব সঠিকভাবে পালন করা ছাড়াও বিভিন্ন পালনীয় দিনগুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও নিজ দায়িত্ব পালন করে বিদ্যালয়ের মধ্যে আনন্দদায়ক শিখনের (Joyful learning) পরিবেশ বজায় রাখতে হবে।
দুই) পালনীয় দিনগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতির হিসেব রাখার জন্য বিদ্যালয় প্রধানকে আলাদা রেকর্ড রাখতে বলা হয়েছে।
তিন) বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। যেমন-
ক। ছাত্র ছাত্রীদের বিদ্যালয় চত্বরের মধ্যে মোবাইল আনা কঠোরভাবে নিষিদ্ধ।
খ। শিক্ষক শিক্ষিকাদের শ্রেণীকক্ষ বা পরীক্ষাগারের মধ্যে পাঠদানকালে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে এবং ক্লাসের মধ্যে মোবাইল/স্মার্ট ফোন বা ব্লুটুথ ডিভাইসের যথেচ্ছ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ ।
গ। যদি মোবাইল বা স্মার্ট ফোনকে কোনো ক্লাসের মধ্যে শিখন সহায়ক উপকরণ বা TLM হিসেবে ব্যবহার করার দরকার হয় তা হলে সে ক্ষেত্রে বিদ্যালয় প্রধানের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে।
তিন) বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হয়েছে 3rd Summative Evaluation এর পর remedial teaching বা co curricular activities এর আয়োজন করার জন্য
চার) ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের স্বার্থে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার রুটিন অনুসারে রেগুলার ও প্রভিশনাল ক্লাস নেওয়া অত্যাবশ্যকীয় কর্তব্য।
পাঁচ) পরীক্ষার পরিদর্শনে থাকাকালীন পরীক্ষার খাতায় মূল্যায়ন করা নিষিদ্ধ।
ছয়) এছাড়া শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ, বিদ্যালয় চত্বরকে তামাকমুক্ত রাখার বিষয়গুলি আবার মনে করিয়ে দেওয়া হয়েছে।
সাত) শুধু শিক্ষকদের নয় বিদ্যালয়ের গ্রুপ D কর্মীদের পরিচালন সমিতি ও বিদ্যালয় প্রধান কর্তৃক ন্যস্ত সমস্ত রকম "অফিসিয়াল ডিউটি" পালন করতে হবে।
আট) বিধি ভঙ্গের বা নিয়ম না মানার অভিযোগ এলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊