যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখালেন পড়ুয়ারা। সোমবার সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কোর্ট মিটিংয়ের সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয় গিয়ে বিক্ষোভের মুখে পরে তিনি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও তোলেন। এই বিক্ষোভের জেরে প্রায় ৪৫ মিনিট বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে ছিলেন তিনি। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এক নম্বর কমিটি রুমে পৌঁছে দেন।

এর আগে রাজ্যপালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কটের ডাক দেন পড়ুয়ারা। ২৪ ডিসেম্বর নির্ধারিত থাকা সেই অনুষ্ঠানে রাজ্যপাল তথা সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে ডি.লিট্ ও ডি.এসসি ডিগ্রি পাওয়ার কথা ছিল কয়েকজন প্রতিষ্ঠিত মানুষের। যদিও সেই অনুষ্ঠান বাতিল করে একটা সাধারণ সমাবর্তনের কথা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে অনুষ্ঠানে পড়ুয়াদের শুধু ডিগ্রি ও সংশাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এদিকে এদিনের বিক্ষোভ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের দাবি, "অযথা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে নাক গলাচ্ছেন রাজ্যপাল।"  পড়ুয়াদের তরফে NRC এবং CAA বিষয়ে প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, ছাত্রদের একটি প্রতিনিধি দল রাজভবনে আসুক। তিনি সব কথা শুনে এই প্রশ্নের উত্তর দেবেন। এরপরই বাবুল সুপ্রিয় প্রসঙ্গে টেনে ছাত্রীদের অভিযোগ, ওই ঘটনায় বহিরাগতদের তাণ্ডবে অনেক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছিলেন, তার কোনও উত্তর কেনও তিনি দেননি? এর জবাবে সরাসরি রাজ্য সরকারের দিকে নিশানা করে রাজ্যপাল বলেন, তাঁর কাছে এই বিষয়ে কোনও তথ্য সরকারের তরফে পৌঁছায়নি। তিনি বহুবার রাজ্য সরকারের কাছে সেই তথ্য জানতে চেয়েছিলেন। কিন্তু কোন উত্তর আসেনি।


এদিনের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যপাল জানান-"যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।"



(সংবাদ একলব্য এই সংবাদটি সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)