প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির ৭, লোককল্যাণ মার্গের বাড়িতে ছোটো অগ্নিকাণ্ডের ঘটনা। তবে তরিঘরি নিরাপত্তারক্ষীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে। 


এদিন সন্ধ্যে ৭.৩০ নাগাদ আগুন লাগে, শর্ট সার্কিটের কারণেই এই আগুন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের তরপে ট্যুইট করা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি প্রধানমন্ত্রীর আবাসন বা দফতর নয়, সেটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি আধিকারিকদের রিসেপশন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। তারা ট্যুইটে আরও জানিয়েছে, “আগুন এখন খুবই নিয়ন্ত্রণে”।