১৫ ডিসেম্বর কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনুষ্ঠিত হতে চলেছে একলব্য মেধা অন্বেষণ ২০১৯ এর চূড়ান্ত পর্বের পরীক্ষা। প্রকাশনী সূত্রে জানানো হয়েছে- একলব্য মেধা অন্বেষণ প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের জন্য বছরে দুটো পরীক্ষার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেছে।


১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ে ৫ টি কেন্দ্রে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত মেধা অন্বেষণ এর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে ২২ ডিসেম্বর। পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ৩০ জানুয়ারি ২০২০।


পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- একলব্য মেধা অন্বেষণের প্রথম বর্ষেই অভিভাবকরা যেভাবে আস্থা রেখেছেন তা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এবং একাধিক ইনভিজিলেটর দের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে অভিভাবকরা আমাদের হেল্পলাইন নাম্বারে-7602721810 যোগাযোগ করতে পারবেন। দ্রুততার সাথে আমরা সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ।