দীর্ঘ দুই দশক ধরে রুপোলি পর্দা তথা বিনোদন জগৎ শাসন করা বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন পেরিয়ে এসেছেন ৭৪ টি বসন্ত। যদিও তার পরিশ্রমের কাছে এখনও এটা নিতান্তই একটা সংখ্যা মাত্র। এই বিগ বি এর মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল আজ। ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন তিনি।

২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর টুইট করে এই খবর জানিয়েছিলেন।

আজ ভারতের সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অমিতাভ বচ্চনের হাতে এই পুরস্কার তুলে দেন। দাদা সাহেব ফালকে পুরস্কারের ৫০তম বছরে অমিতাভ বচ্চন এই পুরস্কার পেলেন।

পুরষ্কার গ্রহন করতে এসে কৌতুক করে তিনি বলেন "আজ  একটা বিষয় নিয়ে সন্দেহ  হচ্ছে যে, আমাকে কি পরোক্ষ ভাবে বলা হচ্ছে, আপনি অনেক কাজ করেছেন, এখন বাড়িতে বসে বিশ্রাম নিন।"

সঞ্চালিকে অবশ্য বক্তব্য শেষে জানিয়ে দেন- ভারতীয় দর্শক আপনাকে বিশ্রাম নেতে দেবেন না।