নাগরিকত্ব আইনের প্রতিবাদে চতুর্থদিনে রানি রাসমনির অ্যাভিনিউয়ের সভায় বিজেপিকে চ‍্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। তিনি বললেন, "বুকের পাটা থাকলে গণভোটে আসুন। রাষ্ট্রসংঘ আয়োজন করবে। এই আইনে কারা পক্ষে আর কারা বিপক্ষে দেখা যাবে।"
এদিন কাঁসর-ঘন্টা বাজিয়ে 'আমরা সবাই নাগরিক' স্লোগান তোলেন। এরপর, নিজের ব্ল‍্যাকবোর্ডে 'নাগরিক সবাই' লিখে নীচে চোখের ছবি আঁকেন। সংক্ষিপ্ত বক্তব‍্যে তিনি বলেন, "মনে রাখবেন, আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কারও দয়ায় এদেশের বসবাস করি না। সব মহল থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলছে, চলবে। এটা বাতিল করতেই হবে। স্বাধীনতার ৭৩ বছর পর সবাইকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক?"

তিনি আরো জানালেন, 'ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। আমরা দেশের নাগরিক। একটা রাজনৈতিক দল ঠিক করবে কে দেশে থাকবে আর কে থাকবে না?’

এ দিনই বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করার নিন্দা জানিয়ে তিনি বলেন, ”এই সরকার পড়ুয়াদের ভয় পায়। ভারতের অন্যতম সফল ইতিহাসবিদকে সিএএ এবং সিএবি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কথা বলার জন্য এবং হাতে গান্ধীজির পোস্টার ধরার জন্য এই সরকার ভয় পেয়েছে।আটক হওয়া সকলের প্রতি আমরা আমাদের সম্পূর্ণ সংহতি জানাই”।