'অব কি বার মোদি সরকার'-এই স্লোগানেই ২০১৪ তে মসনদ ফিরে পেয়েছিল বিজেপি। আমেরিকার নির্বাচনেও স্লোগান বাদ যায়নি। ইন্দো-আমেরিকানরা স্লোগান উঠিয়েছিলেন-"অব কি বার ট্রাম্প সরকার"। এই স্লোগানের ক্ষেত্রে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তাঁর কিছু সেরা স্লোগানগুলির মধ্যে যেগুলি সবথেকে বেশি জনতার নজর কেড়েছে, ভালো লেগেছে-ভাইরাল হয়েছে সেগুলি বছর শেষে একবার ফিরে দেখা যাক-

হয় এবার নয় নেভার

সিপিএমের বিরুদ্ধে সিঙ্গুর আন্দোলনের সময় মমতা ব্যানার্জি জন্ম দেয় এই স্লোগানের। যদিও সেই সময় এই স্লোগান কোনও কাজে দেয়নি। বিপুল সংখ্যক ভোট তারা অর্জন করতে পারেনি।

মা মাটি মানুষ 

২০১১ বিধানসভা নির্বাচনে তিনি নতুন স্লোগান বাঁধেন মা মাটি মানুষ। এই স্লোগানে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতায় জয় হয়। 

২০১৯ বিজেপি ফিনিশ 

এবছর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই স্লোগান বাঁধেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। '২০১৯ বিজেপি ফিনিশ' মন্ত্রেই সারা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে ডাক পাঠিয়েছিলেন ক্ষমতাচ্যুত করার জন্য। কিন্তু এরপরও বিজেপি ১৮ টি আসন পেয়ে ধরাশায়ী করে ফেলে তৃণমূলকে। অর্থাৎ এই স্লোগানও তেমন ফলপ্রদ হয়নি। 

বিজেপি হটাও দেশ বাঁচাও 

এই স্লোগানটিও এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি করেন। অমিত শাহ সারা পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা করতে চাইলে বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগানে মাঠে নামেন মমতা ব্যানার্জি।

ক্যা ক্যা ছিঃ ছিঃ 

কিছুদিন আগে ভীষণভাবে জনপ্রিয় হয় 'ক্যা ক্যা ছিঃ ছিঃ'। এই স্লোগানটি সংশোধিত নাগরিকত্ব আইনেই বিরোধিতায় তৈরি। CAA-কে তুলোধোনা করতেই এই স্লোগান। স্লোগানটি ভীষণভাবে ভাইরাল হয়ে পড়ে।