![]() |
pic source: znews |
১৯১১ সালে আজকের দিনেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'জন গণ মন' দেশাত্মবোধক গানটি গাওয়া হয়েছিল। জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীত। গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা না গেলেও ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়।
১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সংগাতরূপে স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগীত (ন্যাশনাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান (ন্যাশানাল সং) বিবেচিত হয়।
জনগণমন-অধিনায়ক জয় হে ইমন রাগে কাহারবা তালে নিবদ্ধ। দীনেন্দ্রনাথ ঠাকুর এর স্বরলিপিকার। স্বরবিতান ১৬-তে এর স্বরলিপি মুদ্রিত। ভারত সরকার অনুমোদিত স্বরলিপিটি বিশ্বভারতী গ্রন্থনবিভাগ প্রকাশিত রাষ্ট্র সংগীত গ্রন্থে মুদ্রিত।
আজকের দিনটিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী টুইট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান। তিনি টুইট করে লেখেন, "আজকের দিনে ১৯১১ সালে জন গণ মন' গানটি গাওয়া হয়। এতবছর পরেও এই গানটি দেশের সকল নাগরিককে একই সুরে বেঁধে রেখেছে এবং অনুপ্রাণিত করেছে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি আমাদের গর্ব। তিনিই আমাদের একত্রে থাকার পথ দেখিয়েছেন"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊