Latest News

6/recent/ticker-posts

Ad Code

CIRCLE আয়োজিত YPTRC পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষনা করলো সংস্থা


সংবাদ একলব‍্য, দিনহাটা, ২৭শে ডিসেম্বর: গত ২০ই অক্টোবর কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার মোট ২০০০ জন পরীক্ষার্থী CIRCLE আয়োজিত Your Present Talent Research by CIRCLE (YPTRC) পরীক্ষায় বসেন । পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের স্কলার শিপ পরীক্ষা। এই বেসরকারী স‌ংস্থার এই উদ‍্যোগ ছাত্র ছাত্রীদের ভবিষ‍্যৎ-এর অনেক উন্নতি সাধনে সচেষ্ট। 

এদিন CIRCLE এর মূখ‍্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) একটি প্রেস বিবৃতিতে জানান, আগামী ১২ই জানুয়ারী ২০২০ তারিখে CIRCLE আয়োজিত Your Present Talent Research by CIRCLE (YPTRC) পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। দপ্তর থেকে জানানো হয়েছে নিম্নলিখিত ওয়েবসাইট গুলো থেকে ফলাফল ঘোষনার ৩ঘন্টা পরে ছাত্র ছাত্রীরা ফলাফল দেখতে পারবে। লিঙ্ক: www.circleoffice.tk  www.sangbadekalavya.in 

এছাড়াও, সংবাদ একলব‍্যের ফেসবুক পেজ ও সার্কেল সংস্থার ফেসবুক পেজে প্রেস বিবৃতি সরাসরি দেখানো হবে বলেও জানানো হয়েছে। সার্কেল সংস্থার সি ই ও আরিফ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামি ১২ই জানুয়ারী ফলাফল প্রকাশ করা হবে। এদিনের ফলাফল প্রকাশের সময়েই ঘোষনা করা হবে কবে কোথায় কিভাবে সার্টিফিকেট ও স্কলারশিপ পাবে ছাত্র ছাত্রীরা। তিনি এও জানান, ২০২০ সালের কর্মসূচী সম্পর্কিত সকল তথ‍্য সেদিনেই জানানো হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code