দেশজুড়ে NRC, NPR, CAA বিরুদ্ধে চলছে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল। রাজনৈতিক সংগঠন থেকে অরাজনৈতিক সংগঠন পথে নেমেছে CAA আইন রুখতে এবং NRC, NPR এর বিরুদ্ধে। রাজ‍্যের বিভিন্ন স্থানে হয়েছে ক্ষয়ক্ষতি, হাঙ্গামা। এমনকি রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সরব হয়েছেন এবং সারা রাজ‍্যজুড়ে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করছেন।


গতকাল দিনহাটায় ডাক্তার, শিক্ষক ও উকিল সহ দিনহাটার নাগরিক সমাজ NRC, NPR, CAA এর বিরোধীতা করে মিছিল করেন। মিছিলে NO NRC, NO NPR, NO CAA হুঙ্কার ওঠে। 

আজ বিকাল ৪ টায়,দিনহাটার হেমন্ত বসু কর্নার থেকে  NRC এবং CAA  এর বিরুদ্ধে বাম - কংগ্রেস যৌথ মঞ্চের আহ্বানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিতি ছিলেন যৌথ মঞ্চে শীর্ষ নেতা অক্ষয় ঠাকুর,  তারাপদ বর্মন, হরিহর রায় সিংহ, কেশব রায়, শুভ্রালোক দাস, বিকাশ মন্ডল, দেবাশীষ দেব, মাসুদ হাসন, কমল দাশগুপ্ত ও অন্যান নেতৃবৃন্দ।