![]() |
ফাইল চিত্র |
CAA জের! ভারত থেকে বাংলাদেশ যাত্রা শুরু, সীমান্তে গ্রেফতার ৩০০
ওয়েব ডেস্ক, ৩০শে ডিসেম্বর ২০১৯: জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নয়া নাগরিকত্ব আইন (CAA) বিতর্কে গোটা দেশ উত্তপ্ত হলেও ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেন BSF ও BGB- দুই সীমান্তরক্ষী বাহিনীর DG। তবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে কিছু মানুষকে সম্প্রতি আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। BGB সূত্রের দাবি এমন ঘটনা আগে ঘটেনি।
গত চার দিন ধরে দিল্লিতে দুই বাহিনীর বৈঠকের শেষে আজ বর্ডার গার্ডস বাংলাদেশ (BGB)-এর ডিজি সাফিনুল ইসলাম জানান, ‘‘ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পরে গত এক বছরে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে। কাগজপত্র দেখাতে না-পারলেও এদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা গিয়েছে, এরা সকলেই বাংলাদেশের নাগরিক। জীবিকার সন্ধানে বা অন্য কারণে এরা বৈধ কাগজ ছাড়া ভারতে গিয়েছিলেন।’’ সূত্রের দাবি, ৩০০ জন ধরা পড়লেও কাগজপত্র ছাড়া ভারতে যাওয়া বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন গ্রামে ফিরে এসেছেন বলে খবর মিলেছে।
বিঃদ্রঃ সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, ওয়েব ডেস্ক থেকে সরাসরি সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊