SER23, বাঁকুড়া , ৫ ডিসেম্বর : পশ্চিমবঙ্গকে ঢেলে  সাজিয়ে তুলতে সরকার গ্রহন করেছে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী যেমন  নির্মল বাঙলা , গ্রামীণ সড়ক যোজনা র মতো কর্মসূচীগুলি । এ সবের মধ্যেও উন্নয়ন স্পর্শ করেনি গঙ্গাজলঘাঁটি ব্লকের কেশিয়াড়া থেকে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় যাওয়ার মধ্যবর্তী  রাস্তাটিকে । দীর্ঘ বেশকয়েক বছর ধরে সংস্কারের অভাবে কঙ্কালসার দশা হয়েছে রাস্তাটির । মোরাম দিয়ে বানানো এই রাস্তাটির মাটি উঠেগিয়ে বেরিয়েছে পাথর কোথাও আবার সৃষ্টি হয়েছে  বড়ো বড়ো গর্ত । চরম অসুবিধার মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে । স্থানীয় বাসিন্দাদের দাবী , এই রাস্তাটির কোনো সংস্কার  করা হয়নি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে । বর্ষার সময় এই রাস্তাদিয়ে যাতায়াত করতে হয় প্রাণের ঝুকি নিয়ে ।  আমরা  বার বার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা । কবে হবে পীচ বা কংক্রিটের রাস্তা এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ ।