২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তজার্তিক নারী সুরক্ষাদিবস সারা পৃথিবীব্যাপি নারীদের নিয়ে বিভিন্নরকম সামাজিক কাজ হয়ে থাকে। " স্বয়ং" নামে একটিসেচ্ছাবী সংস্থা তাদের কাজের মাধ্যমে নারীদের নিয়ে ফুটিয়ে মহানগরীতে এক নান্দনিক দেওয়াল চিত্র।

সেপ্টেম্বর মাসের শেষ থেকেই তারা তাদের মেয়েদের নিয়ে বিভিন্ন রকম কর্মশালা ও এই দেওয়ালচিত্রের প্রস্তুতি শুরু করে। বেগবাগান লামার্টিনের দেওয়াল জুড়ে তারা নারীনির্যাতনের বিরুদ্ধে, লিঙ্গসাম্যপ্রতিষ্ঠার বিরুদ্ধে ও মহিলাদের অধিকার রক্ষার প্রতিবাদের তাদের প্রচেষ্টায় এই বিশাল দেওয়াল চিত্র রুপ পায়। এই কাজটি করেন স্বয়ং এর মেয়েরা, গর্ভমেন্ট আর্টকলেজ, শান্তিনিকেতনের শিল্পীরা ও লামার্টিনের ছাত্রীরা। এই দেওয়ালচিত্রটি উদ্বোধন করেন সঙ্গীতশিল্পী ঊষাউত্থুপ।

 "স্বয়ং" এর সদস্য কাকলি ভট্টাচার্য্য বলেন সারা মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই দিবস পালন করবো। এই চিত্রটি কলকাতার নান্দনিকতায় নারী সমাজে উজ্বলদৃষ্টান্ত ঘটাবে আশা রাখি।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update