![]() |
source: worldbulletin.net |
আরিফ হোসেন, ২১শে নভেম্বর: গত ১৯ই নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবলের ফলাফল ঘোষনা হয়। অতিরিক্ত চাপের কারনে দীর্ঘক্ষন সাইটে সমস্যা হলেও সমস্যা কাটিয়ে ফলাফল দেখেছে বিপুল পরীক্ষার্থী। মোট শূন্যপদ ৮৪১৯।অনলাইন ফর্ম পূরন চলেছে ৫ই মার্চ পর্যন্ত। এই পরীক্ষার ধাপগুলো হল প্রিলিমিনারি, PMT & PET, মেইনস পরীক্ষা, ইন্টারভিউ। সম্ভাব্য আগামী ৩রা ডিসেম্বর থেকে শারিরীক পরীক্ষা (PMT & PET) আরম্ভ হবে। তারপরেই মেইনস পরীক্ষা।
ফলাফল দেখতে ক্লিক করুন-লিংক ১
http://ehrms.wbpolice.gov.in/wbpresult/
লিংক ২
http://ecanteen.wbpolice.gov.in/WBP_View_Result.aspx?RecId=20190004&NotId=206
লিংক ৩
http://wbpolice.gov.in/WBP/Common/WBP_View_Result.aspx?RecId=20190004&NotId=206
একলব্য পরীক্ষা প্রস্তুতি
WB Police Constable Mains Exam Pattern 2018-2019
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল-এর
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে। সম্ভাব্য ৩রা ডিসেম্বর থেকেই PMT পরীক্ষা
আরম্ভ হবে। তবে সিলেকশন হলেই মেইনস পরীক্ষা। মেইনস পরীক্ষায় সাফল্য পেতে এখন থেকেই
আরম্ভ করতে হবে প্রস্তুতি।
চাকুরির পরীক্ষার
প্রস্তুতি নেওয়ার আগে সিলেবাস সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। তাই নীচে বিস্তারিত মেইনস
পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস নিয়ে আলোচনা করা হল।
চোখ রাখুন আমাদের গ্রুপে আর জানুন বিস্তারিত আর নোটস, প্রাক্টিস
সেট পান।
প্রশ্নের
বিষয় ও নম্বর বিভাজন
Name Of
The Subject (বিষয়)
|
Number Of
Questions (প্রশ্ন সংখ্যা)
|
Marks (নম্বর)
|
Time
Allowed(সময়)
|
General Awareness and General Knowledge
(সাধারন চেতনা ও সাধারন জ্ঞান)
|
25
|
25
|
1ঘণ্টা
|
English (ইংরাজী)
|
25
|
25
|
|
Elementary Mathematics (Madhyamik
standard)
(গণিত- মাধ্যমিক পর্যায়)
|
20
|
20
|
|
Reasoning and Logical Analysis ( রেজোনিং)
|
15
|
15
|
|
Total Questions/ Marks
|
85
|
85
|
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল -এর মেইনস পরীক্ষার সিলেবাস
রিজোনিং
·
Blood Relation
·
Clocks Calendar and Age
·
Direction and Senses
·
Cubes and Dices
·
Day Sequence
·
Coding and Decoding
·
Puzzles Series
·
Statement and
Assumptions
·
Statements and
Conclusions
·
Input and Output
·
Cause and Effect
·
Statements and Arguments
·
Decision Making
·
Data Sufficiency
·
Analogies
·
Symbols and Notations
·
Logical Problems
·
Logical Deductions
·
Course of Action
·
Inferences
·
Syllogism
ইংরাজী
·
Substitution
·
Synonyms
·
Antonyms
·
Sentence Completion
·
Prepositions
·
Transformation
·
Active and Passive Voice
·
Spotting Errors
·
Passage Completion
·
Sentence Arrangement
·
Idioms and Phrases
·
Sentence Improvement
·
Para Completion
·
Spelling Test
·
Joining Sentences
·
Fill in the blanks
·
Error Correction (Phrase
in Bold)
·
Error Correction (Underlined
Part)
গণিত
·
Number Systems (সংখ্যা
সিস্টেম)
·
Statement &
Condition ( বিবৃতি ও শর্ত)
·
Ratio and Proportion(
অনুপাত ও সমানুপাত)
·
Averages (গড়)
·
Percentages (শতকরা)
·
Use of Tables and Graphs
(টেবিল ও গ্রাফের ব্যবহার)
·
Decimals and Fractions (দশমিক
ও ভগ্নাংশ)
·
Computation of Whole
Numbers
·
The relationship between
Numbers ( নম্বরের সম্পর্ক)
·
Interest (সুদ)
·
Ratio and Time (অনুপাত ও
সময়)
·
Statements &
Conclusions (বিবৃতি ও উপসংহার)
·
Time and Distance( সময় ও
দূরত্ব)
·
Profit and Loss(লাভ ও
ক্ষতি)
·
Discount (ছাড়)
·
Mensuration (পরিমাপণ)
·
Time and Work ( সময় ও
কার্য)
·
Fundamental arithmetical
operations (মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ)
সাধারন চেতনা ও
সাধারন জ্ঞান
·
Culture (সংস্কৃতি)
·
Indian Constitution (ভারতীয় সংবিধান)
·
Budget and Five Year
Plans (বাজেট ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা)
·
India and its
neighboring countries (ভারত ও তাঁর প্রতিবেশী দেশ)
·
Current Affairs –
National & International ( জাতীয় ও আন্তর্জাতিক – সাম্প্রতিক ঘটনাবলী)
·
Science – Inventions
& Discoveries (বিজ্ঞান – আবিষ্কার )
·
Knowledge of Current
Events (বর্তমান ইভেন্টগুলির জ্ঞান)
·
General Politics (সাধারন
রাজনীতি)
·
Countries & Capitals
(দেশ ও রাজধানী )
·
History (ইতিহাস)
·
Geography (ভূগোল)
·
Economy, Banking, and
Finance (অর্থনীতি, ব্যাংকিং এবং অর্থ)
·
Economy (অর্থনীতি)
·
Scientific Research ( বৈজ্ঞানিক
গবেষণা)
·
Important Financial
& Economic News (গুরুত্বপূর্ণ আর্থিক ও অর্থনৈতিক সংবাদ)
·
Sports (খেলাধুলা)
উপরিউক্ত বিষয় গুলির অধ্যায়
ভিত্তিক অনুশীলন সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করবে। এছাড়াও, অধ্যায়ভিত্তিক প্রাক্টিস
সেট ও আলোচনা পর্ব চলবে। চোখ রাখুন আমাদের পেজ ও গ্রুপে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊