Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতের আবহে পর্যটকদের ভীড় শুশুনিয়া পাহাড়ে



রঞ্জিত ঘোষ , বাঁকুড়া : বাঁকুড়া শহর থেকে ২১কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস সমৃদ্ধ শুশুনিয়া পাহাড় যার উচ্চতা ১৪৭০ ফুট ।  কালীপুজোর রেষ কাটতে না কাটতে এবং শীত আসতে কিছু দেরি থাকলেও ভ্রমণবিলাশি ও পর্যটকদের ভীড় বাড়ছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে  রাজা চন্দ্র বর্মার শিলালেখ এর মতো ইতিহাসের নিদর্শন। সবুজ বনান্তরে মিষ্টি রোদের আলো ছায়ায় পাহাড় থেকে অনবরত বয়েচলেছে  পবিত্র জলধারা যেখানে স্নান করে তৃপ্তি লাভ করছেন পর্যটকরা । পাহাড়ের পাথর কেটে বানানো  শিলামূর্তি কেনাকাটার জন্যে রয়েছে খোদাই শিল্পীদের দোকান।  বিশেষত এসবের টানেই  ছুটে আসেন পর্যটকরা এমনটাই মনে করছেন স্থানীয়রা । তারা আরো জানায় এখানে সিংহের মুখ যে জলরাশি ঝরে পড়ছে তা ' ধারা ' নামে পরিচিত । এই ধারা থেকে সারাবছরই একই ভাবে জল পড়তে থাকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code