pic source: shuterstock

সংবাদ একলব্য, 26 নভেম্বর : 

প্রায় একশো সত্তুর বছরের পর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা l আগামী 26 শে ডিসেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ l এই গ্রহণ চলবে দুই ঘন্টারো বেশি সময় ধরে l 

এর আগে সূর্য গ্রহণে ডায়মন্ড রিং এর মত মহাজাগতিক দৃশ্য আমরা দেখেছি কিন্তু এবার দেখা যাবে আগুনের রিংএর মত যাকে জ্যোতিষবিজ্ঞানের ভাষায় বলে রিং অফ ফায়ার l 

আগামী 26 শে ডিসেম্বর সকাল 8টা 5 মিনিট থেকে প্রায় 2 মিনিট 45 সেকেন্ড ধরে এই রিং অফ ফায়ার দৃশ্যমান থাকবে l এটিকে শেষ 1847 সালে দেখা গিয়েছিল l 

সংযুক্ত আরব থেকে এটিকে সব থেকে ভালো দেখা যাবে তবে ভারত থেকে এটিকে আংশিক দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতিষবিজ্ঞানীরা l