মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১ ৪ই নভেম্বর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে ডেঙ্গুর প্রতিরোধ ও সচেতনতার বার্তা নিয়ে পথ র্যালি করা হয়।
এ'দিন ময়নাগুড়ি ব্লকের ২ নম্বর সাপ্টিবাড়ীর সুস্থির হাট বাজার থেকে শুরু করে ১ নম্বর সাপ্টিবাড়ী বাজার,মল্লিক হাট,হুসুলুরডাঙ্গা,শালতলি ও তার পাশ্ববর্ত্তী গ্রামগুলিতে সারাদিন ব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও সতর্কতা অভিযান চালানো হয় প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন তরফে।
প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায়,
ডেঙ্গু একটি এমনই রোগ যার কোন চিকিৎসা নেই। সেই রোগকে আমরা মারণ রোগ বলেও চিনে থাকি। তাই প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে বিভিন্ন গ্রামে ডেঙ্গু রোগের প্রতিরোধ ও সতর্কতার বার্তা দিতে এগিয়ে আসে। সাথে ডেঙ্গু রোগের পোস্টারিং ও করা হয়।
সচেতনতা ও প্রতিরোধ : বাড়ির আশেপাশে নর্দমায় জল জমতে দেওয়া যাবে না। আশেপাশে জমে থাকা জলে এডিস মশার উৎপত্তি হয়, এবং সেই মশার কামড়েই ডেঙ্গু জ্বরের উৎপত্তি হয়। যতটা সম্ভব এর প্রতিরোধের দিকে নজর রাখতে হবে। এডিস মশা যাতে না জন্মায় সেদিকে সতর্ক থাকতে হবে। সম্ভব হলে বিভিন্ন জমা জলে লবণ ছড়িয়ে দিতে হবে কারণ লবণ জলে দিলে এডিস মশা জন্মায় না। এবং প্রত্যেকদিন দিনে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে যাতে মশা কামড়াতে না পারে। ২ থেকে ৩ দিন একটানা যদি জ্বর হয় তাহলে তৎক্ষণাৎ পাশ্ববর্তী চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করতে হবে। অথবা হাসপাতালে গিয়ে নিজের রক্ত পরিক্ষা করে নিতে হবে। যদি আপনার আশেপাশে কারো ডেঙ্গু হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ তাকে পাশ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে রক্ত পরিক্ষা করতে হবে।
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊