Latest News

6/recent/ticker-posts

Ad Code

উপচেপরা ভীর সামলাতে পার্শ্বশিক্ষক আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা




১১ নভেম্বর থেকেই উচ্চআদালতের আদেশ মতন অবস্থান বিক্ষোভ শুরু হয় পার্শ্বশিক্ষকদের।প্রথমদিনেই রেকর্ড জমায়েত । বেলা যত বাড়ছিল সংখ্যা ততই বৃদ্ধি পেয়েছে। সমস্ত জেলা ঠেকে পার্শ্বশিক্ষকরা এসে জমায়েত হন ওয়াই চ্যানেলে।

অবস্থান বিক্ষোভের প্রথমদিনেই উপচে পরা ভীর সামলাতে  গলদঘর্ম হতে হয় নেতৃত্বের। উচ্চাদালতের আদেশ মাথায় রেখে অবশেষে  সিদ্ধান্ত নেওয়া হয় ৭ দিন ব্যাপি অবস্থান বিক্ষোভ হবে জেলা ভিত্তিক। 

১৩ তারিখ পর্যন্ত অবস্থান বিক্ষোভে অংশনেবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার শিক্ষকরা। 

১৪ এবং ১৫ তারিখ অবস্থান বিক্ষোভে অংশনেবেন মালদা, উঃ দিনাজপুর এবং দঃ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং বর্ধমান।

১৬ তারিখ থেকে শেষ দিন পর্যন্ত অবস্থান বিক্ষোভে বাকি জেলা গুলি অংশনেবেন বলে সূত্রের খবর। 


শিক্ষকের স্ত্রী রোলার মোছার কাজ করছেন-বিস্মিত শিক্ষিত সমাজ 

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code