আলাদা রাজ্যের দাবীতে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের মালদা জেলা কমিটির নেতৃত্বে মালদা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়, নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার নন্দী ,এছাড়াও জেলার আহ্বায়ক শ্রী সঞ্জয় কুমার ঘোষ, ডঃ সুজয় চন্দ্র রায়, জেলা নেতা অমল রবিদাস, যুবনেতা অভিজিৎ হালদার সহজ অনেকে।
উত্তম কুমার নন্দী বলেন 'আলাদা উত্তরবঙ্গ রাজ্য ব্যতীত আমরা অন্য কিছু মানছি না,উত্তরবঙ্গের উন্নতি করতে চাইলে আলাদা রাজ্যের দাবী মানতেই হবে।'
সাথে AIIMS,স্থাপন,রেলের ভাড়ী শিল্পের স্থাপন, জেলায় সিমেন্ট শিল্প ও ফল প্রক্রিয়াকরনের উপরও জোর দেন তিনি। সীমান্তে গোরু, অস্ত্র, জাল নোট, ড্রাগস,প্রভৃতি পাচার বন্ধের দাবী ওঠে। নারী ও শিশু পাচারে প্রশাসনের আরও নজরদারি দাবি করেন।
সবশেষে মালদা জেলা ভেঙ্গে আলাদা পুলিশ জেলা করার সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে মানিকচক ব্লক ও গাজোল ব্লকে মালদা সদরের সাথে রাখার অনুরোধ করেন মালদা নেতৃত্ব।
বিস্তারিত দেখিন ভিডিওতে-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊