![]() |
pic source wikipedia |
সংবাদ একলব্য, 30 নভেম্বর: ভারতীয় রেলের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এর জন্য বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রুটে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। এবার হাওড়া কারশেড এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য প্রায় আট ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ট্রেন বন্ধ থাকবে শনিবার রাত ১১.৪৫ থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত।
এই কাজের জন্য আপ ও ডাউন পাশকুড়া লোকাল (৩৮৪০৫ ও ৩৮৪০৮) বাতিল করা হয়েছে। আপ ইস্পাত এক্সপ্রেস রবিবার সকাল ৬.৫৫ এর পরিবর্তে সকাল ৯.১০ মিনিটে ছাড়বে। ফলকনামা এক্সপ্রেস ৭.২৫ এর পরিবর্তে সকাল ৯.২০ যে ছাড়বে। সকালের তিনটি ডাউন ট্রেনকে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকে রাখা হবে।
Social Plugin