![]() |
pic source:internet |
শিশুদের যৌন নিগ্রহের হার ক্রমশ বেড়েই চলেছে বিশ্বজুড়ে। বিভিন্ন উপায় অবলম্বন করেও তাঁদের জীবন থেকে মোছা সম্ভব হচ্ছে না কালো ছায়া। ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এমন শিশুদের সংখ্যাটা কম নয়। তাই এবার নয়া এক উদ্যোগ সঙ্গী করে নতুন পদক্ষেপ আনছে রাজ্য সরকার। রাজ্যের ৬ জেলার ৩০০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গুড টাচ-ব্যাড টাচের শিক্ষা দেবে রাজ্য সরকার। যদিও প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পটি পরীক্ষামূলক স্তরে রাখা হয়েছে। পরীক্ষা কার্যকরী হলে আগামী দিনে তা রাজ্যের সব স্কুলেই শেখানো হবে। জানা গিয়েছে, এই শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে চাইল রাইট্স অ্যান্ড ইউ অর্থাৎ ক্রাইকে ।
এই সময় পত্রিকার খবর অনুযায়ী, স্কুল পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এমন গাইডলাইন প্রকাশ করতে চলেছে স্কুলশিক্ষা দফতর। চলতি বছরেই ছাত্রছাত্রীদের নিয়ে এমন বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল। যেখানে ছাত্রছাত্রীদের যৌন হেনস্থার বিষয়ে সজাগ করতে 'স্পর্শ' সম্পর্কে ধারণা দিতে বলা হয়েছিল। অস্বস্তিকর কোনও ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে সাহসের সঙ্গে 'না' বলতে পারে, তার পাঠ দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে শুরু হতে চলেছে এই প্রকল্প। এখানে প্রধান শিক্ষকদের উপর দায়িত্ব রয়েছে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের ক্লাসের আয়োজন করা। অগ্রগতি সম্পর্কে তিন মাস অন্তর একটি স্টেটাস রিপোর্ট পাঠানো। প্রথম শ্রেণি অর্থাৎ ছ'বছর বয়সের আগে কোনও পড়ুয়াকে এই ধরনের ক্লাসে রাখতে না করা হয়েছে গাইডলাইনে।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊