শুভাশিস দাশ , দিনহাটা
যে হাতে সমাজের অসামাজিক কাজ কর্মের সংগে যুক্ত মানুষদের শায়েস্তা করেন সেই হাতে ঝাড়ু নিয়ে মানবিকতার উদাহরণও তৈরি করেন তিনি-দিনহাটা থানার টাউন বাবু রাজু রায় ।
না কোন লোক দেখানো নয় , আজ সন্ধ্যায় দিনহাটা মহকুমা হাসপাতালের যাত্রীদের বিশ্রামাগার অপরিষ্কার দেখে নিজেই হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে শুরু করেন । এ এক অনন্য নজির ।
প্রতি সন্ধ্যায় তাঁকে কোথাও না কোথাও দেখা যায় সমাজের জঞ্জাল পরিষ্কার করার লক্ষ্যে ওয়াচ করছেন এদিক সেদিক । পুলিশের এমন ভূমিকায় দিনহাটার মানুষজন খুশি ।
দেখুন সেই ভিডিও-
দেখুন সেই ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊