দিল্লির দূষণের হাত থেকে বাঁচতে ভগবান ইন্দ্রের যজ্ঞ করা উচিত। তিনিই সবকিছু ঠিক করে দেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই পরামর্শ দিলেন বিজেপি নেতা ও যোগী আদিত্যনাথের মন্ত্রী সুনীল বরালা। তিনি আরও বলেন যে খড় পোড়ানো একটি স্বাভাবিক ব্যাপার। দীপাবলির পর দিল্লি ও তার আশপাশের এলাকার ভয়াবহ দূষণের প্রেক্ষিতে একথা বলেছেন তিনি।
দিল্লির এই ক্রমবর্ধমান দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকরা মাঠে খড় পোড়ানোর জন্য দিল্লির দূষণ এতো বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে পাঞ্জাব ও দিল্লি একে অপরের ওপর দোষারোপ করতে থাকে। এই প্রসঙ্গে রবিবার উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বরালা বলেন, "কৃষকরা সবসময় খড় পুড়িয়ে থাকে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। বার বার এটা নিয়ে সমালোচনা করা দুর্ভাগ্যজনক। সরকারের উচিত যজ্ঞ করে ভগবান ইন্দ্রকে সন্তুষ্ট করা, প্রথা অনুযায়ী যা করা হয়। উনিই সবকিছু ঠিক করে দেবেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊