গত ১৬ নভেম্বর জি-বাংলা টিভি চ্যানেলে ‘দাদাগিরি’  রিয়েলিটি শাে-তে সুপরিচিত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর পরিচালনায় এক অংশগ্রহণকারিনীকে দিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভূতের অস্তিত্বর সপক্ষে প্রচার চালানাে হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
ব্রেকথ্রু সায়েন্স সোস্যাইটির মতে- "একবিংশ শতাব্দীতে ভূতের মতাে কোনাে অলৌকিক শক্তির সপক্ষে প্রচার করা কেবল কুসংস্কার ও অবৈজ্ঞানিক কাজ নয়, এটি দেশের সংবিধান অনুযায়ী অপরাধও বটে।"  

তারা আরও জানান- "ঐ অনুষ্ঠানে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে যেভাবে দেখানাের চেষ্টা করা হয়েছে বিজ্ঞানের সাহায্যে ভূতের অস্তিত্ব ‘প্রমাণ করা যায়, তা অত্যন্ত আপত্তিকর।
সেইসাথে ঐ অনুষ্ঠানের সাথে যুক্ত সকলকে নিরপেক্ষ বিজ্ঞানী, সাংবাদিক, বিজ্ঞান- সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পূর্বঘােষিত স্থানে ভূতের অস্তিত্ব প্রমাণ করে দেখানাের জন্য চ্যালেঞ্জ করেছে। 
অপরদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই ধরনের অবৈজ্ঞানিক ও কুসংস্কারমূলক অনুষ্ঠান সম্প্রসারনের বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে, এই ধরনের অবৈজ্ঞানিক কুসংস্কারমূলক প্রচারে বিশ্বাস না করে বিজ্ঞান ভিত্তিক যুক্তিবােধ গড়ে তােলার আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুসংস্কারমূলক ভাবনার প্রচার, প্রসার, বিজ্ঞাপন ও ব্যবসার বিরুদ্ধে এ রাজ্যের জন্য একটি সুসংহত আইন প্রণয়নের দাবিতে মামলা রুজু করেছে।

দেখে নিতে পারেন বিতর্কিত সেই এপিসোডটি-






নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update