আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

আনারুল ইসলাম প্রামাণিকঃ
ভারত বাংলাদেশ সীমান্তে প্রতি বছর ন্যায় এ বছরও ধুমধামে পুজো হল চ্যাংরাবান্ধা সীমান্তে লাগোয়া ধরলা নদীর ধারে।ওপার বাংলার মানুষের ঢ্ল চ্যাংরাবান্ধা সীমান্তে ছট পুজো দেখতে।এই ছট পুজোয় ছট ঘাট নির্মাণের জন্য একটা কাজ চালু হয় কিন্তু বাংলাদেশের বাধা দেওয়ার জন্য সেটি স্থগিত থাকে। তবে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ চ্যায়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী জানান দুই দেশের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলোচনা করে ছট পুজোর ঘাট নির্মাণের কাজ করতে পারবেন বলে জানা যায়। 
তবে ওপার বাংলার মানুষের কৌতুহল দেখে অবাক ভারতীয় বাসিন্দারা। এই ছট পুজোয় মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক ইউ উডেন ভুটিয়া জানান "আমি ওপার বাংলার মানুষদের কেও ধন্যবাদ জানাই। কারণ তারা তাদের দেশে দাড়িয়ে ছট পুজো দেখতে আসে আনন্দ উপভোগ করেছেন এটাও একটা সম্প্রতির বন্ধন।" কোম্পানি কমান্ডার রাজেশ কুমার জানান আজ কে এই ছট পুজো সারা ভারত বর্ষে চলছে। এটা শুধু বিহারি দের পুজা তা নয়। সব ধর্মের মানুষ এই পুজো দেখতে সামিল হওয়ায় ভীষণ খুশি তিনি।

বিস্তারিত দেখুন ভিডিওতে