সংবাদ একলব্য :'বাংলা পক্ষ' এই নামটি এখন সকলের কাছে পরিচিত। তাদের নানান কর্মকান্ডের জন্য।কোলকাতার বিভিন্ন লোকাল ট্রেনে, বাসে বা  রাস্তার মোড়ে এই পর্যন্ত 'বাংলা পক্ষ' বাঙালি জাতিসত্ত্বাকে তুলে ধরেছেন । বিশেষত NRC নিয়ে আসামে বাঙালিদের বিশেষ করে হাইলাইট করা হয়েছে। এই নিয়ে তারা অনেক পথসভা করেছে ও মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা চালিয়েছে।'বাংলা পক্ষ'র কোচবিহার জেলা কমিটি গঠন  হয়েছে গতকাল।সভাপতি পদে রাখা  হয়েছে শুভব্রোত সরকার'কে। কোচবিহারের বিভিন্ন জায়গায় 'বাংলা পক্ষ' থেকে প্রকাশে রাস্তায় নেমেছেন সদস্যরা এবং বিভিন্ন স্থানে পোস্টার  লাগানো হয়েছে ।

পোস্টারে  লেখা আছে,'বাংলায় থাকতে হলে বাংলা জানতে হবে', 'হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়' ইত্যাদি।কোচবিহার বাংলা পক্ষ গতকাল  তাদের প্রথম মিটিং'এ সিদ্ধান্ত নেয়, বিভিন্ন মহকুমা ও ব্লক এ তাদের শাখা খুলবে ও প্রচার চালাবে NRC এর বিপক্ষে, বাংলাভাষা ও বাঙালিকে অপমানিত করছে যারা তাদের বিরুদ্ধে এবং বাঙালিদের এক হওয়ার উদ্দেশ্যে।সংগঠনের পক্ষ থেকে কানু কর জানান,'শুধু কোচবিহারে মানুষ যে আমাদের সঙ্গে আছেন তাই নয়,আসামের কিছুসংখ্যক মানুষও আসাম সরকারের প্রতি আস্থা হারিয়ে যোগ দিতে যাচ্ছেন আমাদের কোচবিহার বাংলা পক্ষ শাখায়। ভবিষ্যতে আমরা কোচবিহারের বিভিন্ন প্রান্তে  আমাদের সংগঠনের কর্মসূচী সম্পর্কে বোঝাতে   সাধারণ মানুষের কাছে পৌঁছাব'