অপুবর্মন,কিশামত দশ গ্রাম,বামনহাট,১৬ই নভেম্বর:
নিজের জমিতে কলা চাষ করেছেন নিখিল বর্মন।জৈব কালচার পদ্ধতিতে চাষ করেন তিনি। ফলন দেখে যারপরনাই খুশি। রাজ্যের এক প্রান্তে কিশামত দশ গ্রাম অঞ্চলের,জয় গোপালগঞ্জ গ্রামে কৃষির দিক দিয়ে সেরকম কোনো সাফল্য অর্জন নেই এই এলাকায়। একশো দিনের কাজ প্রকল্প বদলে দিয়েছে সেই ছবি। বিভিন্ন জেলায় দেশি পদ্ধতিতে যে কলা চাষ হয়, তাতে প্রতি কাঁদিতে ২০ কেজি মতো ফলন হয়। কিন্তু জৈব কালচারের মাধ্যমে তৈরি কলা উৎপাদন হয় কাঁদি প্রতি প্রায় ৩৫ কেজি।হলুদ রঙের বড় আকারের এই কলার কাঁদির উপর থেকে নীচ পর্যন্ত প্রতিটিই আকারে এক রকম। ফলে বাজারে ভাল দাম পাওয়া যায়। এখন বিভিন্ন শপিং মলেও এই কলা বিক্রি হয়। চাহিদাও বেশ ভাল।এছাড়াও চাষি জানিয়েছেন, কলা বিক্রি করে বছরে এক থেকে দেড় লক্ষ টাকা আয় হয়। চাষের খরচ প্রায় ৭০ হাজার টাকার মতো। বাকি টাকা তাঁদের লাভ থাকে বলে জানিয়েছেন চাষি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊