বুলবুল মহন্ত(বয়স 51), স্বামী মৃত কার্তিক মহন্ত।  বেশ কিছুদিন থেকেই  গল ব্লাডারে পাথর হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। বি নেগেটিভ রক্ত ছাড়া অপারেশন হচ্ছে না। তাই প্রয়োজন বি নেগেটিভ রক্তের। আর্থিক অবস্থাও ভালো নয়।
বহু খোঁজ করেও মিলছে না বি নেগেটিভ রক্ত। তাই কাতর প্রার্থনা জানিয়েছেন- যদি সহৃদয় কোন ব্যক্তি বি নেগেটিভ রক্ত দিয়ে তাকে সহযোগিতা করেন-অপারেশন করে সুস্থ হতে পারেন।
বাড়ি ১ম খন্ড লাঙ্গুলিয়া, দিনহাটা, কোচবিহার ।

মোবাইল নম্বর
8670472683
7063070470

অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।


like our facebook page for more update