শংকর পান্ডে, বাসন্তী, দক্ষিণ 24 পরগনা: চুনাখালী অঞ্চল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান তা আবার একবার প্রমাণিত হলো নবী দিবসে। তবে এবার ছবিটা অন্যরকম, নবীর জন্ম মহোৎসব কে কেন্দ্র করে চুনাখালী অঞ্চলের সার্বজনীন দূর্গা পূজা কমিটির উদ্যোক্তারা হাজির হন মাঝের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে তখন চলছিল বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। দূর্গোৎসব কমিটি উদ্যোক্তাদের দেখে আপ্লুত হয়ে পড়েন মাঝের পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোক্তারা। তাদের সম্মান জানাতে এবং সৌ-ভাতৃত্বের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন এবং প্রত্যেকেই আনন্দে মেতে ওঠেন। আনন্দে আপ্লুত চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সম্পাদক নিমাই মালী বলেন-"চুনাখালী দুর্গা পূজা কমিটিকে  যেভাবে মুসলিম ভাইবোনেরা সহযোগিতা করে তাতে আমরা নিজেদের ধন্য মনে করি তাই তাদের আমন্ত্রণে না এসে পারলাম না। মুসলিম ভাই বোনেদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে"। অন্যদিকে জামে মসজিদ কমিটির পক্ষে মোজাম্মেল হক বলেন- "আমরা চুনাখালী অঞ্চলের মানুষ, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান তা বুঝি না। আমরা বুঝি একটাই কথা সেটা হলো আমরা সবাই মানুষ। আর আমাদের অনুষ্ঠানে নিমাই মালী,অরুণ মণ্ডল, বাপ্পাদিত্য হাউলি, স্বপন সরদাররা উপস্থিত হয়ে যে নজির সৃষ্টি করলো তা ভোলার নয়।তাই আমরা আগামী দিনগুলিতে চুনাখালী অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।"