![]() |
pic source: ani |
শপথ নেওয়ার মাত্র চার দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাদিলেন দেবেন্দ্র ফডণবীস।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ইস্তফার ঘোষণা করে ফডণবীস বলেন, ''মহারাষ্ট্রের মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছিলেন। বিজেপি-শিবসেনা জোটের পক্ষেই ছিল জনতার রায়। রাজ্যপাল সরকার গঠনের জন্য় আমাদের ডেকেছিলেন। কিন্তু শিবসেনা আলোচনায় কোনও আগ্রহ দেখায়নি। সেই কারণেই সরকার গঠন হয়নি।''
শনিবার রাতারাতি শিবির পাল্টে বিজেপিতে ভিড়ে যাওয়ায় অজিত পওয়ারের সমর্থনে ভর করে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন ফডণবীস। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পওয়ার। এর পরই বিজেপি বুঝে যায় আর সংখ্যা জোগাড় করা সম্ভব নয়। যার ফলেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
Mumbai: Devendra Fadnavis submits his resignation to Governor Bhagat Singh Koshyari #Maharashtra. pic.twitter.com/0oGLYJ7qrN— ANI (@ANI) November 26, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊