Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসের সাথে ট্যাঙ্কারের ধাক্কা, মৃত ছয়, জখম আরো বারোজন






নাইট সার্ভিস বাসের সাথে তেল ট্যাংকারের মুখোমুখি সঙ্ঘর্ষে মৃত্যু হলো ছয়জনের। জখম আরো বারোজন। শনিবার কাকভোরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কার খয়রাকান্দি ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির দিক থেকে বহরমপুরের দিকে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। অন্যদিকে কলকাতা থেকে আসাম যাচ্ছিল রিলায়েন্সের তেল ট্যাংকার বাহি লরিটি। ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় এক রুটেই হচ্ছিল যান চলাচল। ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।






সোর্স --সোনার বাংলা

Ad Code