শুক্রবার মোহরকুঞ্জে শুরু হল নবম বাংলাদেশ বইমেলা। মেলা উপলক্ষ্যে কলকাতায় বইয়ের সম্ভার নিয়ে এসেছে বাংলাদেশর আশিটি প্রকাশনা সংস্থা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। শুরুতে মাহালি আদিবাসী নাচের মধ্যে দিয়ে অতিথি বরণ করা হয়। উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, বাংলাদেশের বিদেশমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। এ দিন মঞ্চে প্রকাশিত হয় এ. কে. আব্দুল মোমেনের লেখা চারটি বই।উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার।১০ নভেম্বর পর্যন্ত মোহরকুঞ্জে বাংলাদেশ বইমেলা চলবে।