CIRCLE আয়োজিত YPTRC মেধা পরীক্ষা আগামী ২০ই অক্টোবর। এই পরীক্ষার আগে গত ১৩ই অক্টোবর প্রত্যেক সেন্টারের ইনচার্জ ও ১৫ই অক্টোবর এক্সটারনাল দের বৈঠক করেন পরীক্ষার নিয়ামক আরিফ হোসেন। তিনি জানান, প্রতিটি সেন্টারে একজন সেন্টার ইন চার্জ সহ পর্যাপ্ত ইনভিজিলেটর দেওয়া হয়েছে । এছাড়াও, প্রতিটি সেন্টারে দুইজন করে সার্কেল থেকে লোক পাঠানো হবে প্রশ্ন ও উত্তরপত্রসহ পুরো পরীক্ষা পর্যবেক্ষনের জন্য।
এছাড়াও, প্রতিটি সেন্টারে পরীক্ষার মাঝে কোনো একসময় ফ্লাইং স্কোয়াড পরীক্ষা পরিদর্শন করবে। বলা চলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আদলে ও চাকুরির পরীক্ষার অনুরুপে এই পরীক্ষার দ্বিতীয় বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে ২০ই অক্টোবর কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। ফলাফলের উপর ভিত্তি করে প্রতি শ্রেণির প্রথম তিনজনকে স্কলারশিপ দেবে এই সংস্থা। সংস্থার C.E.O. আরিফ হোসেন এক প্রেস বিবৃতিতে জানান, সকলের সহযোগিতা ও পরিশ্রমের ফসল এই পরীক্ষা যা ২০ই অক্টোবর সুন্দর ও শান্তিপূর্নভাবে হলে সকলেই খুশি হবে।
পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০০ নম্বরের ও একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১৫০ নম্বরের প্রশ্ন রয়েছে। সব প্রশ্নই বহুবিকল্পভিত্তিক। সময় দেওয়া হবে ২ঘন্টা ৩০ মিনিট। সম্ভাব্য ডিসেম্বর মাসেই ফলাফল প্রকাশ করা হবে। তবে বিশেষ কারনে পিছোতেও পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊