হাজারও চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ লড়াই সবই বিফলে! শেষপর্যন্ত বাঁচানো গেল না ২ বছরের সুজিত উইলসনকে। ৪ দিন পর, মঙ্গলবার সকালে কুয়ো উদ্ধার করা হল ছোট্ট সুজিতের মৃতদেহ। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাদ্রাজ হাই কোর্ট তামিলনাড়ু সরকারকে রাজ্যের কোথায় কোথায় পরিত্যক্ত কুয়ো রয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়ে রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছে।
রাহুল গান্ধী টুইট বার্তায় শোক জ্ঞাপন করে বলেছেন- "I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family."