SSR 2020 -ভােটার তালিকার কাজ আগামী ২৫ শে নভেম্বর, ২০১৯ থেকে ২৪ শে ডিসেম্বর, ২০১৯ (সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা অবধি নিজ নিজ ভােটগ্রহণ কেন্দ্রে ভােটের তালিকায় নাম তোলা, নাম স্থানান্তরিত, ভুল সংশােধন এবং নাম বাতিলের কাজ হবে।
আপনার স্থানীয় ভােটগ্রহণ কেন্দ্র থেকে প্রয়ােজনীয় ফর্ম সংগ্রহ করে ২৫ শে নভেম্বর, ২০১৯ থেকে ২৪ শে ডিসেম্বর, ২০১৯ (সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা) এর মধ্যে ফর্মের সাথে সমর্থনকারী নথি সেই ভােটগ্রহণ কেন্দ্রেই জমা দিতে হবে।