জিয়াগঞ্জ হত্যাকান্ডের প্রতিবাদে পুন্ডিবাড়ি রাষ্ট্রবাদী শিক্ষক ও নাগরিক সমাজের মোমবাতি মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হল আজ।
গত ৮ ই অক্টোবর,২০১৯ মঙ্গলবার বিজয়ার দিনে সকালে সবাই যখন তাদের নিজ নিজ পরিবারের সঙগে দুর্গাপূজার আনন্দ উপভোগ করছেন তখন নিঃশব্দে নৃশংসতম খুনের শিকার হলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেবুবাগানের বাসিন্দা প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তার সঙ্গে খুন হয়েছেন পরিবারের সকলে অর্থ্যাৎ তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও একমাত্র ছেলে মাত্র ৬ বছরের অঙ্গন পাল।


সারা রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক সহ প্রতিবেশীদের মধ্যে চরম বিষাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃত প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল সাগরদিঘী পূর্ব চক্রের অন্তর্গত সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিজয়ার দিনে প্রকাশ্য দিবালোকে এইভাবে একজন প্রাথমিক শিক্ষক সহ পুরো পরিবারের নারকীয় হত্যাকান্ডের ঘটনায় পুরো রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়ে গেছে, প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে। 
বিভিন্ন ন্যাশনাল নিউজ চ্যানেলগুলিও এই ঘটনার ব্যাপারে খবর পরিবেশন করছেন। বিভিন্ন শিক্ষক সংগঠন এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ও নিজ নিজ উদ্যোগে প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করছেন। তাদের প্রত্যকের দাবী দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ও উপযুক্ত শাস্তি দিতে হবে। আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে প্রশাসনকে আরো সজাগ থাকার আবেদন করছেন।
আজকের পুন্ডিবাড়িতে মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- শিক্ষক টোটন তালুকদার, তাপস দত্ত, দিপক রায়, গোপাল চৌধুরী, লক্ষ্মণ রায়, অসিত ঘোষ, প্রমূখ, নাগরিক মঞ্চ থেকে উপস্থিত ছিলেন সুকুমার রায়, উৎপল সরকার, পীযুষ সরকার প্রমুখ।